16870

03/17/2025 ইউক্রেনকে সহায়তা দিতে দিতে ক্লান্ত পশ্চিমারা

ইউক্রেনকে সহায়তা দিতে দিতে ক্লান্ত পশ্চিমারা

রাজ টাইমস ডেস্ক :

৬ নভেম্বর ২০২৩ ১৯:০৯

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রসিয়া-১ টিভি চ্যানেলের সাংবাদিক পাভেল জারুবিনের সাথে একটি সাক্ষাতকারে বলেছেন, ‘ইউক্রেনীয় ইস্যু এবং কিয়েভকে সমর্থন করার আর্থিক বোঝায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ ক্লান্ত হয়ে পড়ছে।’

তিনি বলেন, ‘আমেরিকা এবং ইউরোপ উভয়ই ইউক্রেনীয় ইস্যুতে ক্লান্ত হয়ে পড়েছে, যেমন কিয়েভ শাসনের প্রতি এবং বলা যায়, তারা যে বোঝা বহন করছে। বোঝা বলতে আমি ইউক্রেনীয় সরকারকে আর্থিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের বিষয়টি বলতে চাচ্ছি।’ জারুবিনের টেলিগ্রাম চ্যানেলে কার এ সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

পেসকভ বলেন, ইউক্রেনকে সমর্থন করা পশ্চিমাদের জন্য অতিরিক্ত বোঝা হয়ে উঠছে।

‘এ সব কিছু এক পর্যায়ে একটি অতিরিক্ত বোঝায় পরিণত হচ্ছে, যা তারা আর বহন করতে সক্ষম নয়। এই কারণেই (মার্কিন) সংস্থা এবং রাজনীতিবিদ, অর্থনীতিবিদ উভয়েই যে বোঝা বহন করা উচিত তা নিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন,’ তিনি যোগ করেন।

সূত্র: তাস।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]