16890

04/21/2025 গাজীপুরে দুই বাসে আগুন

গাজীপুরে দুই বাসে আগুন

রাজ টাইমস ডেস্ক :

৭ নভেম্বর ২০২৩ ১৩:৫৪

গাজীপুরের মহানগরীর কোনাবাড়ী থানার আশপাশের বিভিন্ন কারকানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করছে। আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারসেল ছুড়লে উত্তেজিত শ্রমিকরা দুটি বাসে আগুন দেয়।

কোনাবাড়ি ও কাশিমপুর এলাকার বিভিন্ন গার্মেন্ট শ্রমিকরা মঙ্গলবার সকাল ৭টা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিল বের করে মহাসড়ক অবরোধ করে রাখে। পুলিশ তাদের সড়ক থেকে সরাতে কয়েক রাউন্ড টিয়ারসেল ছুঁড়ে।

এরপরই বিক্ষুব্ধ শ্রমিকরা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়। এসময় তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।

বেতন বৃদ্ধির দাবিতে মঙ্গলবার সকাল থেকে শ্রমিক বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ টিয়ারসেল ছুঁড়ে আন্দোলনরত শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে উঠে। একপর্যায়ে কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যাত্রীবাহী দুই বাসে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত শ্রমিকরা।

পরে শ্রমিকরা সংগঠিত হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবস্থান নেয়। পুলিশ, বিজিবি, র‌্যাবের একাধিক দল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে। বর্তমানে কোনাবাড়ি কাশিমপুর ও পল্লী বিদ্যুত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এ বিষয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, বেতন বাড়ানোর দাবিতে উত্তেজিত শ্রমিকরা দুটি বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

গাজীপুর মেট্টোপলিটন পুলিশের কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) ইব্রাহিম খান জানান, কোনাবাড়িতে আন্দোলন শ্রমিকরা সড়ক অবরোধ করে এবং দুটি বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। শ্রমিকরা যেন কোন সহিংসতা না করে সেজন্য সড়কে আমাদের পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]