16919

04/21/2025 আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল

আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সারাদেশে র‍্যাবের ৪৬০ টহল দল

রাজ টাইমস ডেস্ক :

৮ নভেম্বর ২০২৩ ১১:৫৭

বিএনপিসহ সমমনা বিরোধীদের ডাকা তৃতীয় দফার সর্বাত্মক অবরোধে সারা দেশে দায়িত্ব পালন করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ৪৬০টি টহল দল।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাব ফোর্সেসের ১৬০টি টহল দলসহ সারা দেশে ৪৬০টি টহল দল মোতায়েন রয়েছে।

এদিকে দেশজুড়ে তৃতীয় দফার অবরোধ চলছে। পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টার এই কর্মসূচিতে সড়ক, রেল ও নৌপথ অবরোধের ঘোষণা দিয়েছে সরকার বিরোধী দলগুলো। বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এই অবরোধ চলবে শুক্রবার ভোর পর্যন্ত।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]