16928

03/17/2025 আফগানিস্তানে বাস বিস্ফোরণে ৭ জন নিহত, ২০ জন আহত

আফগানিস্তানে বাস বিস্ফোরণে ৭ জন নিহত, ২০ জন আহত

রাজ টাইমস ডেস্ক :

৮ নভেম্বর ২০২৩ ১৯:৫৭

আফগানিস্তানের রাজধানীতে একটি বাস বিস্ফোরণে ৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। নিহতরা শিয়া সম্প্রদায়ের বলে জানা গেছে। কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, রাজধানীর দাশত-ই-বারচি এলাকায় বিস্ফোরণটি ঘটেছে।

জাদরান সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ একটি পোস্টে বলেছেন -কাবুলের দাশত-ই-বারচি এলাকায় বেসামরিক যাত্রী বহনকারী একটি বাসে বিস্ফোরণ ঘটেছে, দুর্ভাগ্যবশত আমাদের সাতজন নাগরিক শহীদ হয়েছেন এবং আরও ২০ জন আহত হয়েছেন। নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে ছিল এবং তদন্ত শুরু হয়েছে বলে তিনি যোগ করেছেন।

অক্টোবরের শেষের দিকে দায়েশ একই পাড়ার একটি স্পোর্টস ক্লাবে একটি মারাত্মক বিস্ফোরণের দায় স্বীকার করেছিল। আফগানিস্তানে বরাবরই শিয়া-হাজারা মুসলিমদের নিশানা করে এসেছে তালিবান, আল কায়দা ও ইসলামিক স্টেটের মতো সুন্নি জঙ্গি সংগঠনগুলো।

গত মাসেই জুম্মার নামাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে আফগানিস্তানের একটি মসজিদ। পাশাপাশি মাজার-ই-শরিফের তিনটি বাসে বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসবাদীরা। সবমিলিয়ে অন্তত ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল।

মার্কিন-সমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর তালেবানরা তাদের বিদ্রোহ শেষ করার পর থেকে বোমা বিস্ফোরণ এবং আত্মঘাতী হামলার সংখ্যা নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। তবে দায়েশের মতো বেশ কিছু আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর থেকে হুমকি রয়ে গেছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]