04/21/2025 রাজশাহীতে হাতির তাণ্ডবে ২ জনের মৃত্যু
রাজ টাইমস ডেস্ক :
৮ নভেম্বর ২০২৩ ২১:১১
হাতির আক্রমণে রাজশাহীর তানোর ও লক্ষ্মীপুর গ্রামে ২ জনের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে হাতির মাহুত পলাতক রয়েছেন।
বুধবার (৮ নভেম্বর) সকালে ও বিকালে হাতির তাণ্ডবে পৃথক দুই গ্রামে মৃত্যুর এই ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্গ বিরাজ করছে।
নিহতরা হলেন তানোর উপজেলার বাধাইড় ইউপির জুমার পাড়া গ্রামের রামপদ (৪০) ও চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা লক্ষীপুর গ্রামের বুলবুলের চেলে মোবাশশির (১৩)। ঘটনার পর সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন পুলিশ ফোর্স ও ফায়ার সার্ভিসের কর্মীদের নিয়ে হাতি ধরতে ঘটনাস্থলে অবস্থান করছিলেন।
জানা গেছে, বেশ কয়েকদিন থেকে তানোর ও আমনুরা এলাকায় একটি হাতি নিয়ে তার মাহুত চাঁদা তুলছিলেন। বুধবার সকালে হঠাৎ করেই হাতিটি আমনুরা লক্ষীপুর গ্রামের এক কিশোরকে সুড় দিয়ে পেচিয়ে ধরে মাটিতে আছড়িয়ে হত্যা করে। এরপর হাতির মাহুত পালিয়ে যায়।
এরপর থেকে হাতিটি তানোরের এলাকায় তাণ্ডব শুরু করে। বিকালে হাতিটি আমনুরা থেকে সড়ক দিয়ে তানোরের দিকে আসার সময় ধামধুম নামক স্থানে আরও এক আদিবাসী যুবককে সুড় দিয়ে ধরে মাটিতে আছড়িয়ে হত্যা করে। পরে উৎসুখ জনতা ভিড় করলে হাতিটি ধামধুম গ্রামের জঙ্গলে ঢুকে যায়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার বিল্লাল হোসেন বলেন, এখনো ঘটনাস্থলে আছি এবং ধরার চেষ্টা করা হচ্ছে।