1700

09/21/2024 বাংলাদেশের কাছে কৃতজ্ঞ পিসিবি

বাংলাদেশের কাছে কৃতজ্ঞ পিসিবি

রাজটাইমস ডেস্ক

২ নভেম্বর ২০২০ ১৮:৩৪

পাকিস্তান ক্রিকেটে নিরাপত্তা সমস্যা বড় ইস্যু হয়ে দেখা দেয় প্রায়শঃ। বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে এসব ইস্যুর সৃষ্টি। ২০০৯ সালে পাকিস্তানের করাচিতে শ্রীলঙ্কার ক্রিকেট দলের টিম বাসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এরপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তান। ওই হামলার পর থেকেই নিরাপত্তাজনিত কারণে বিশ্বের প্রায় সব দেশ পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে নারাজ ছিল। এমন অবস্থায় ভীষণ চাপে পড়ে যায় পাকিস্তান।

সবাই যখন পা পেছাল ঠিক তখনই সম্মুখে পা রাখল বাংলাদেশ। নিরাপত্তাজনিত দোহাই দিয়ে বিশ্বের অনেক দেশই যখন পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে অস্বীকৃতি জানিয়ে আসছিল, ঠিক তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে দল পাঠানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পিসিবি চেয়ারম্যান। খবরঃ দ্য ন্যাশন পিকে

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। তিনি জানান, পাকিস্তান এখন জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের দেশে সিরিজ খেলছে। রবিবার (০১ নভেম্বর) রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ছিল দ্বিতীয় ওয়ানডে। ‘ইংল্যান্ড থেকে একটি ক্লাব সংক্ষিপ্ত সফরে আসবে। সামনের দুই বছরে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি আসর আছে। ’

কৃতজ্ঞতা প্রকাশ করে পিসিবি চেয়ারম্যান মানি বলেন, ‘দল পাঠানোয় আমরা বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং এখন খেলতে আসা জিম্বাবুয়ের কাছে খুবই কৃতজ্ঞ। আমাদের নিরাপত্তা ব্যবস্থায় তারা স্বাচ্ছন্দ্য ছিল।

পাকিস্তানে ইংল্যান্ড খেলতে আসার ব্যাপারে ও আশাবাদী এহসান। তিনি বলেন বলছেন, তাদের শীর্ষস্থানীয় কয়েক জন কর্মকর্তা আসবেন। আশা করছি তারাও দল পাঠাবে। ’

২০০৯ সালের ঘটনার পরবর্তী প্রভাব কাটিয়ে উঠার চেষ্টা করছে পিসিবি। এই ঘটনার পর গত কয়েক বছরে প্রভাবশালী ক্রিকেট খেলুড়ে দেশগুলো পাকিস্তানে তাদের দল পাঠায়নি।পরিস্থিতি সামাল দিতে বাড়তি অর্থ দিয়ে জিম্বাবুয়েকে নিয়েছে দেশটি।

কিন্তু নিরাপত্তা প্রশ্নকে বড় করে না দেখে সমালোচনা উপেক্ষা পরে বাংলাদেশ কয়েকবার সেখানে খেলতে যায়। দেশটিতে ২০১৯ সালে অনুর্ধ-১৯ এবং নারী ক্রিকেট দল পাঠায় বিসিবি। গত জানুয়ারিতে গিয়েছিল পুরুষ জাতীয় দল। 

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]