17077

04/22/2025 নাটোরে যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলো দুর্বৃত্তরা

নাটোরে যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিলো দুর্বৃত্তরা

রাজ টাইমস ডেস্ক :

১৩ নভেম্বর ২০২৩ ১৪:১৮

নাটোরের নলডাঙ্গায় এবার সজীব হোসেন(৩২) নামে এক যুবদল নেতাকে মাইক্রোবাসে তুলে নিয়ে হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার দিবাগত রাতে উপজেলার রামশাকাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সজীব হোসেন নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড শাখা যুবদলের সাংগঠনিক সম্পাদক। তিনি রামশাকাজিপুর হাজিপাড়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। পেশায় পল্লী চিকিৎসক।

ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ৯ টার দিকে সজীব হোসেন রামশাকাজিপুর নাছির উদ্দিন তালুকদার উচ্চবিদ্যালয়ের সামনের চায়ের স্টলে ক্যারাম খেলছিলেন। এ সময় সাদা মাইক্রোবাসে হেলমেট পরা ছয় থেকে সাতজন লোক সেখানে আসে।

তারা সজীবের সঙ্গে কথা বলার জন্য ডেকে নিয়ে মাইক্রোবাসে তুলে নেয়। পরে হাতুড়ি দিয়ে পিটিয়ে তার হাত-পা ভেঙে দেয়া হয়। অচেতন অবস্থায় আধা কিলোমিটার দূরে শাঁখারীপাড়া - নীলডাঙ্গা গ্রামের মাঝামাঝি জাহাঙ্গীরের মোড়ের পশ্চিমে সড়কের পাশে তাকে ফেলে দুর্বৃত্তরা চলে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ঘটনাটি জানা মাত্র রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বর্তমানে ভিকটিম রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ না পেলেও অপরাধীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]