04/24/2025 প্রধান তিন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠকের অনুরোধ করলেন পিটার হাস
রাজ টাইমস ডেস্ক :
১৩ নভেম্বর ২০২৩ ১৭:৫৭
কোনপ্রকার পূর্বশর্ত ছাড়াই বাংলাদেশের 'প্রধান তিন রাজনৈতিক দলকে' সংলাপে বসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এবিষয়ে দলগুলোর জ্যেষ্ঠ নেতাদের সাথে বৈঠকের অনুরোধ করেছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠকে আসন্ন নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরবেন তিনি।
ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের একজন মুখপাত্র বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র একটি শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এজন্য সব পক্ষকে (রাজনৈতিক দলগুলোকে) সহিংসতা পরিহার এবং সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।
এর আগে চলতি বছরে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত। তবে নির্বাচনকে সামনে রেখে চলমান রাজনৈতিক অচলাবস্থার মধ্যে আবারো সে প্রচেষ্টা নেওয়া হলো।
তবে যুক্তরাষ্ট্র বার বার জানিয়েছে, তাঁরা নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের পক্ষে নয়। বরং বাংলাদেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষাকেই গুরুত্ব দেয়।
গত আগস্টে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনকে সমর্থন জানানোর নীতি তারা অব্যাহত রাখবে।
এরপর অক্টোবরে বাংলাদেশে আসা যুক্তরাষ্ট্রের একটি প্রাক -নির্বাচনী পর্যবেক্ষক দলও অংশগ্রহণমূলক ভোটের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাপক সংলাপের আহ্বান জানিয়েছিল।
গত ২ অক্টোবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার জানান, নির্বাচনের আগে বাংলাদেশের সার্বিক ঘটনাপ্রবাহের ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশে গণতন্ত্রকে সমর্থন দিতে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে বলেও এর আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে।