04/10/2025 ক্ষেত থেকে সবজি কিনে ঢাকায় বিক্রি করবে আওয়ামী লীগের ৩ সংগঠন
রাজ টাইমস ডেস্ক :
১৩ নভেম্বর ২০২৩ ২০:৪৫
দেশের বিভিন্ন জায়গায় কৃষকদের ক্ষেত থেকে সরাসরি সবজি সংগ্রহ করে ন্যায্যমূল্যে রাজধানীতে বিক্রি করবে বাংলাদেশ আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ।
আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেলে এ তিন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে রাজধানীর বিভিন্ন পয়েন্টে "সরাসরি কৃষকের ক্ষেত থেকে সবজি ক্রয় করে ন্যায্যমূল্যে বিতরণ" কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এ কর্মসূচির অংশ হিসেবে, আগামীকাল মঙ্গলবার সকাল ৭টায় মিরপুর বাঙলা কলেজের সামনে কৃষকের থেকে ক্রয়কৃত সবজি ন্যায্যমূল্যে বিক্রি করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।