17102

03/17/2025 গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১১,২৪০

গাজায় ইসরাইলি হামলায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা বেড়ে ১১,২৪০

রাজ টাইমস ডেস্ক :

১৪ নভেম্বর ২০২৩ ০৯:২০

গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪০ জনে।

সোমবার গাজা সরকারের মিডিয়া অফিস থেকে এ তথ্য জানা গেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

অবশ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত সপ্তাহের শেষ থেকে এ সংখ্যার আপডেট করছে না। কারণ ইসরাইলি হামলার কারণে হাসপাতালগুলোর সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

অন্তঃসত্ত্বা নারীদের সকল প্রাথমিক যত্ন-সেবাও বন্ধ

গাজা সিটির আল-হিলো হাসপাতালের চিকিৎসক হায়া হিজাজি জানিয়েছেন, গাজার স্বাস্থ্যসেবা পুরোদমে ভেঙে পড়েছে। হাসপাতালে অন্তঃসত্ত্বা নারী, সদ্য মা হওয়া বা নবজাতকদের কোনো সেবা দেয়ার উপায় বিদ্যমান নেই।

জাতিসঙ্ঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা ইউএনএফপিএ’র হিসাব মতে, গাজায় ৫০ হাজার অন্তঃসত্ত্বা নারী রয়েছেন।

সংস্থাটি সূত্রে আরো যেসব তথ্য পাওয়া যায়, তা হলো :
- গাজায় হতাহতদের মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু।
- ৫ হাজার ৫০০ নারী আগামী মাসে সন্তান জন্ম দেয়ার কথা। প্রতিদিন গড়ে ১৮০টি শিশু জন্ম হওয়ার কথা।
- হাসপাতালে জ্বালানি, ওষুধ, রক্ত এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামাদি সরবরাহ বন্ধ রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে ২৩৮টি হামলা চালিয়েছে ইসরাইল। এতে নিহত হয়েছে ৫১৭ জন ফিলিস্তিনি।

সূত্র : আলজাজিরা

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]