1711

09/21/2024 বেলের সাফল্যে মাদ্রিদকে খোঁচা দিলেন মরিনহো

বেলের সাফল্যে মাদ্রিদকে খোঁচা দিলেন মরিনহো

ক্রীড়া ডেস্ক

৩ নভেম্বর ২০২০ ০২:২৯

যেন গর্বেই ফুলে উঠল টটেনহ্যাম ম্যানেজার মরিনহোর বুক। বেলের পারফরম্যান্সে উৎফুল্ল হয়ে মাদ্রিদকে উদ্দেশ্য করে উদ্ধত মন্তব্যই করে বসলেন তিনি।

তিনি গ্রেথ বেলের ব্যক্তিত্বের প্রশংসা করে বলেন বেলের জয়-ছিনিয়ে আনা পারফরম্যান্সে দেখে মাদ্রিদের কেমন লাগছে তা শুনতে ইচ্ছে করছে তার।

নিজের পুরনো দল টটেনহ্যামে ফিরে ব্রিংটনের বিরুদ্ধে রোববার (০১ নভেম্বর) নিজের প্রথম গোলটি করলেন তিনি। যা ব্রিংটনের বিরুদ্ধে (০২-০১) গোলে জয় এনে দেয়। ফলে প্রিমিয়ার লিগের দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হল দলটি।

এর আগে ম্যাচের ১৩ মিনিটে আটজনকে ফাঁকি দিয়ে নিজের ১৪৯ তম গোল করেন কেন হ্যারিকেন।

এরিক লামেলার পরিবর্তে মাঠে নেমে মাত্র তিন মিনিট পরেই গোলের দেখা পায় বেল।

স্পারস কোচ মৌরিনহো ওয়েলসের এই তারকাকে নিয়ে বেশ আনন্দিত হয়ে মাদ্রিদকে উদ্দেশ্য করে মন্তব্য না করে পারল না।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মরিনহো বলেন কয়েক সপ্তাহ ধরে উন্নতি হচ্ছে বেলের। এটি শুধু তাকে দেখে নয় তার সম্পর্কিত সব তথ্যও তাই বলছে।

আমার কাছে পাঁচ মিনিট সময় থাকলেই মাদ্রিদের ওয়েবসাইটে যাই তারা বেলকে নিয়ে কি লিখল তা দেখতে। সে অবশ্যই এই গোলের দাবিদার।

হ্যারিকে নিয়ে শেষ ১৫ মিনিটকে কাজে লাগিয়েছে সে। তার গোলটি আমাদের জন্য জয়সূচক ছিল। তার ব্যক্তিত্ব আমাদের মুগ্ধ করেছে।

আমরা সবাই জানি সে ক্লাবকে ভালোবাসে আমরাও তার প্রতি যত্নশীল। সে শান্ত এবং খুবই বুদ্ধিমান। সে পরিপূর্ণ যোগ্য। আমি তার প্রতি সন্তুষ্ট।

ধীরে ধীরে পুরনো চেহারায় ফিরতে শুরু করেছে বেল। পুরনো দলে ফেরার পর নতুন গোলসহ তিনবার গোলের সুযোগ পেয়েছে সে।

কোচ মরিনহো বলেন, বেল আগামী মঙ্গলবার ইউরোপ লীগে লুদোগরেটসের বিপক্ষে খেলবে। তবে আমরা তাকে নিয়ে তাড়াহুড়ো করব না।

বেল এখনো ৯০ মিনিট খেলতে সক্ষম নয় বলে ও জানান তিনি। আমরা তাকে ইউরোপ লীগে খেলাচ্ছি প্রিমিয়ার লীগের জন্য প্রস্তুত করতে।

বেলকে পরবর্তী ম্যাচে সঠিক পন্থায় মাঠে খেলানো হবে জানিয়ে তিনি বলেন, বেল দিনে দিনে ভালো হচ্ছে। তবে সে ৯০ মিনিট মাঠে থাকবে না।

ভিডিও রিভিউর মাধ্যমে রেফারি গ্রাহামের দেয়া ফাউলে গোল পায় ল্যাম্পটি।

তবে বিষয়টি মেনে নিতে পারছে না মরিনহো। সে বলছে অবশ্যই রেফারিকে এটির ব্যাখা দিতে হবে।

সাংবাদিকদের উপস্থিতিতেই এর ব্যাখা আসার আশা প্রকাশ করেন তিনি। তবে এটি সম্ভবনা ও তেমন দেখছেন না মরিনহো।

তথ্যসূত্র-দ্য গোল

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]