1714

04/11/2025 রাজশাহীতে পালিত হচ্ছে জেল হত্যা দিবস

রাজশাহীতে পালিত হচ্ছে জেল হত্যা দিবস

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর ২০২০ ১৯:১৫

আজ ৩ নভেম্বর বাংলাদেশের জন্য এক বেদনাময় ও শোকাবহ দিন। এই দিনে জাতীয় চার নেতাকে জেলখানার অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়। প্রতিবছর এই দিনটিকে শ্রদ্ধা ভালোবাসায় শোকেরসাথে স্মরণ করা হয় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে। জাতীয় চার নেতার অন্যতম নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামান। তাঁর নিজ শহর রাজশাহীতে পালিত হয় নানা কর্মসূচি।

এই কর্মসূচির আলোকে শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরে  আরএমপি কমিশনার ও রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়,  ও দোয়া করা হয়েছে ,পুষ্পস্তবক অর্পণ শেষে দোয়া করা হয়। এসময় সেখানে উপস্তিত ছিলেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক ও রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

 

এমএস ইসলাম

 

 

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]