17159

04/21/2025 পুলিশের গাড়িতে হামলা, আহত ৪ পুলিশ সদস্য

পুলিশের গাড়িতে হামলা, আহত ৪ পুলিশ সদস্য

রাজ টাইমস ডেস্ক :

১৬ নভেম্বর ২০২৩ ০৯:০০

রাজশাহী মহানগরীর সপুরা এলাকায় পুলিশের গাড়িতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ কাউকে আটক করতে পারেনি।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মো. সোহরাওয়ার্দী জানান, দুর্বৃত্তরা টহল পুলিশের থ্রি হুইলার গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়। চার পুলিশ সদস্য সামান্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে যায়। তবে তার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হবে। হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]