17174

03/17/2025 যুদ্ধ-বিধ্বস্ত উত্তর গাজায় অসুস্থ ও আহতদের ভর্তি করছে একটি মাত্র হাসপাতাল: জাতিসংঘ

যুদ্ধ-বিধ্বস্ত উত্তর গাজায় অসুস্থ ও আহতদের ভর্তি করছে একটি মাত্র হাসপাতাল: জাতিসংঘ

রাজ টাইমস ডেস্ক :

১৬ নভেম্বর ২০২৩ ১২:৩১

যুদ্ধ-বিধ্বস্ত উত্তর গাজায় গত তিন দিনে তিনটি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। বর্তমানে সেখানের ২৪টি হাসপাতালের মধ্যে মাত্র একটি হাসপাতাল নতুন করে অসুস্থ ও আহতদের ভর্তি করছে বলে জানিয়েছে জাতিসংঘ।

এ পর্যন্ত মোট আঠারোটি হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হয়েছে হাসপাতালের রোগী এবং কর্মীদের।

এছাড়া, আরও পাঁচটি হাসপাতাল আগে থেকে ভর্তি হওয়া রোগীদের সীমিত পরিসরে চিকিৎসা সেবা দিতে পারছে।

এর মধ্যে রয়েছে আল-শিফা হাসপাতালও। বুধবার থেকে আল-শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করার পর থেকে অবনতির দিকেই যাচ্ছে সার্বিক পরিস্থিতি।

গতকাল অভিযান শুরু হওয়ার পর থেকে হাসপাতালে আশ্রয় নেওয়া কাউকেই আর বাইরে যেতে দেয়নি তারা। এমনকি মেডিকেল কমপ্লেক্সের ভেতরেও চলাচল করতে পারছে না কেউ।

এদিকে, ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে বাঁচাতে সাহায্যের আকুতিতে আর সাড়া দিতে পারছে না ফিলিস্তিনি রেড ক্রসও।

জাতিসংঘের কোঅর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ইউএনওসিএইচএ) এর কার্যালয় এ তথ্য জানিয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]