03/16/2025 নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাবি ছাত্রলীগের আনন্দ মিছিল
রাজ টাইমস ডেস্ক :
১৬ নভেম্বর ২০২৩ ২২:২৬
দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিবের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী এ আনন্দ মিছিল অংশ নেন।
মিছিলটি ছাত্রলীগের দলীয় ট্রেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে ক্যাম্পাস থেকে শোডাউনের মাধ্যমে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে সেখানে আনন্দ মিছিল করেন।
মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে আমরা স্বাগত জানাই। নৌকাকে বিজয়ী করার আগ পর্যন্ত আমরা মাঠে থাকব। নির্বাচনকে ঘিরে যেকোন ধরনের সহিংসতা মোকাবেলা করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সর্বদা প্রস্তুত থাকবে।’
এর আগে, বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন।
তফসিল অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১-৪ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৭ ডিসেম্বর।