04/24/2025 মার্কিন চাপের মধ্যে ভারতের শক্ত সমর্থনে ৭ জানুয়ারি ভোট
রাজ টাইমস ডেস্ক :
১৭ নভেম্বর ২০২৩ ১২:৫৪
আগামী ৭ জানুয়ারি রোববার বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।
গত বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৭টার পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নির্বাচনের তফসিল ঘোষণা করেন। যুক্তরাষ্ট্রের তীব্র চাপ ও ক্ষমতাসীন হাসিনা সরকারকে অস্থিতিশীল করার ক্রমবর্ধমান প্রচেষ্টার মধ্যেও বাংলাদেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হলো।
বাংলাদেশের দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন নির্বাচনে জয়ী হলে পঞ্চমবারের মতো দেশের দায়িত্ব নেবেন।
স্বরাজ্যের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সহ অন্যান্য পশ্চিমা শক্তিগুলোর তীব্র প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতি ভারতের শক্তিশালী সমর্থনের মধ্যে নির্বাচনের এই ঘোষণা এসেছে।
বর্তমানে বাংলাদেশে বিরোধীদের তীব্র বিক্ষোভ চলছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতিমধ্যে তফসিল বয়কট করেছে। তারা হুমকি দিয়েছে, হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে না সরলে নির্বাচনে যাবে না। এবং বিএনপি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছে। বিএনপির এই দাবির সমর্থনে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইইউ।
বিএনপি একাধিক নেতাই এখন দুর্নীতির কারণে গৃহবন্দী আছেন। এরমধ্যে অন্যতম হচ্ছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। উল্লেখ্য, বিএনপির সঙ্গে ইসলামপন্থীদের দৃঢ় সম্পর্ক আছে। এবং যখনই বিএনপি ক্ষমতায় তারা বারবার বাংলাদেশের মাটিতে ভারত বিরোধী কার্যকলাপে সমর্থন দিয়েছে।
১৯৯১ এবং ২০০১ সালে ক্ষমতায় আসলে বিএনপি শুধু পাকিস্তানের সঙ্গেই সম্পর্ক ঘনিষ্ঠ করেছে এমন না চীনের সঙ্গেও তাদের সম্পর্ক ছিল মধুর।
এছাড়া সেইসময় বিএনপি ভারত-বিরোধী উত্তর-পূর্ব গেরিলা গোষ্ঠীকে সমর্থন দেয়। স্বরাজ্যের প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হাসিনা সরকারকে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের আহ্বান জানিয়েছে কিন্তু ভারত হাসিনা সরকারকে তাদের শক্তিশালী সমর্থন জানিয়ে দিয়েছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তা স্বরাজ্যকে জানিয়েছে, ভারত পশ্চিমা দেশগুলোর কাছে বাংলাদেশের রাজনৈতিক চিত্র ব্যাখ্যা করেছে। সেইসঙ্গে বিএনপি ও উগ্র ইসলামপন্থী শক্তির মধ্যকার যোগসূত্র বিস্তারিতভাবে তুলে ধরেছেন।
গত ১০ নভেম্বর ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘টু প্লাস টু’ মন্ত্রী পর্যায়ের সংলাপ হয়। সেখানে যোগ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। সেই সংলাপে ভারত তাদের বাংলাদেশে নির্বাচন নিয়ে তাদের অবস্থান পুনরায় ব্যক্ত করে।
এছাড়া ভারত তাদের পশ্চিমা বন্ধুদের আরও বুঝিয়েছে, বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ বুমেরাং হবে। এই ধরনের হস্তক্ষেপ ও চাপের কারণে বাংলাদেশ চীনের কাছে ঘেঁষবে।