1722

04/11/2025 পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মাজেদুর রহমান, পুঠিয়া

৪ নভেম্বর ২০২০ ০৫:৩৫

পুঠিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত আরিফুল উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের মালিপাড়া গ্রামের এরশাদের ছেলে। মঙ্গলাবার সকাল সাড়ে ৯টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানাগেছে, নিহত আরিফুল বাড়ির পার্শের সড়কের ধারের ছাগলের জন্য মেহগনী গাছে উঠে পাতা কাট ছিলো। সেসময় অসাবধানতার বসত গাছের পাশের বিদ্যুতের লাইনে সাথে ধাক্কা লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে সেখানেই মারা যায়।

পরে এলাকাবাসী পুঠিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুলের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্টে নিশ্চিত হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। পরে বিকাল সাড়ে ৪টায় নিহতের জানাযা শেষে দাফন করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]