17246

04/21/2025 গুপ্তধন ভেবে বোতল খোলার চেষ্টা, বিস্ফোরণে আহত ৪

গুপ্তধন ভেবে বোতল খোলার চেষ্টা, বিস্ফোরণে আহত ৪

রাজ টাইমস ডেস্ক :

১৯ নভেম্বর ২০২৩ ১৩:২৪

গাইবান্ধার সুন্দরগঞ্জে বোতল সাদৃশ্য বস্তু দা দিয়ে খুলতে গিয়ে বিস্ফোরণে একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের আব্দুল হাকিম ভুট্টুর বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মৃত ইজ্জত আলীর ছেলে আব্দুল হাকিম ভুট্টু (৩৯), তার স্ত্রী পারভীন বেগম (৩৩), বড় ছেলে মারুফ মিয়া (২০) ও ছোট ছেলে রিপন মিয়া (১৭)। বিস্ফোরণে চোখ, হাতের কবজি ও পাসহ শারীরিকভাবে তারা মারাত্মক জখম হয়েছেন।

স্থানীয়রা জানান, বেশ কিছুদিন আগে সুন্দরগঞ্জের তিস্তা নদীতে ভেসে আসা একটি বোতল সাদৃশ্য বস্তু বাড়িতে নিয়ে আসেন আব্দুল হাকিম ভুট্টু। পরে গুপ্তধন ভেবে বোতলটি অনেকবার খোলার চেষ্টা করে ব্যর্থ হন। গতকাল সন্ধ্যার দিকে দা দিয়ে আঘাত করলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ওই পরিবারের চারজন দগ্ধ হয়ে গুরুতর আহত হয়।

আহতদের প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম আজমিরুজ্জামান।

তিনি বলেন, কুড়িয়ে পাওয়া বস্তুটি গুপ্তধন ভেবেছিল আহতরা। কাঁচের বোতল জাতীয় বস্তুটি দা দিয়ে কাটার সময় বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরক জাতীয় দ্রব্যটি ভারতের সিকিমে ভয়াবহ বন্যায় ভেসে আসে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]