17249

04/21/2025 রাজশাহীতে হরতালের সমর্থনে দুই দফায় জামায়াতের বিক্ষোভ

রাজশাহীতে হরতালের সমর্থনে দুই দফায় জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

১৯ নভেম্বর ২০২৩ ১৪:৫৭

রাজশাহীতে হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা দুই দফায় বিক্ষোভ মিছিল করেছে।

রোববার সকাল ৯ টার দিকে জামায়াত-শিবিরে নেতাকর্মীরা মহানগরীর অলকার মোড়ে থেকে একটি ব্যানার নিয়ে হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান দিয়ে অলকার মোড় হয়ে লাঠিয়াল মন্ডপের রাস্তা দিয়ে বেলদারপাড়া মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ করে।

অপর দিকে, দুপুর সাড়ে ১২ টার দিকে মহানগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড়ে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে মিছিল নিয়ে এসে রাস্তায় ইট-পাটকেল নিক্ষেপ করে অবরোধ করার চেষ্টা করে। এই সময় পুলিশ দ্রুত ঘটনা স্থলে এসে পৌছলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

প্রত্যাক্ষদর্শীরা জানান, এসময় রাস্তায় চলাচলকারী ও সাধারণ মানুষদের মাঝে আতঙ্গ ছড়িয়ে পরে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে পৌছলে দ্রুত তারা সটকে পড়ে। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এবিষয়ে মহানগরীর রাজপাড়া থানার ওসি রফিকুল হক বলেন, এঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই তারা পালিয়ে গেছে। এছাড়াও কোন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানান তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]