17252

04/24/2025 বিএনপি নির্বাচনে গিয়ে সহায়তা চাইলে দেয়া হবে: ইসি আলমগীর

বিএনপি নির্বাচনে গিয়ে সহায়তা চাইলে দেয়া হবে: ইসি আলমগীর

রাজ টাইমস ডেস্ক :

১৯ নভেম্বর ২০২৩ ১৬:১৭

বিএনপি যদি বলে নির্বাচন করব, তাহলে অবশ্যই আমরা সহায়তা করবো বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। তবে রাজনৈতিক দলকে কন্ট্রোল করার দায়িত্ব আমাদের না।

যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য যতরকম চেষ্টা করা, তা করা হবে। যারা নির্বাচনে আসবে না, তাদের ব্যাপারে আমাদের কিছু করার নাই।

রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন। মো. আলমগীর আরও বলেন, পুলিশ প্রশাসন নিয়ে অভিযোগে এলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে, অভিযোগ সুনির্দিষ্ট এবং তথ্যবহুল হতে হবে।

কয়েকটি দল বলছে ভোটে পরিবেশ নেই? এই প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, চিরকাল সরকারি দল বিরোধী দলের উপর অভিযোগ করে। আবার বিরোধী দলও সরকারি দলের উপর অভিযোগ করে। আমি ১৯৭০ সাল থেকেই এটা দেখে আসছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]