17316

04/22/2025 সিরাজগঞ্জে জামায়াতের ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

সিরাজগঞ্জে জামায়াতের ৭৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩

রাজ টাইমস ডেস্ক :

২১ নভেম্বর ২০২৩ ২২:৫৩

সিরাজগঞ্জে তফসিল বাতিল ও তত্বাবধায়ক সরকারের দাবিতে সকালে ঝটিকা মিছিল ও সমাবেশ করার পর গ্রেফতার হয়েছেন জামায়াতে ইসলামীর তিন রোকন সদস্য।

এ ঘটনায় নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ ছাড়াও অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে পুলিশ বাদি হয়ে সদর থানায় মামলাটি দায়ের করেন। পরে আটক তিনজনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলেন- সিরাজগঞ্জের জেলা জামায়াতের রোকন সদস্য নজরুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল কাদের।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, সকালে জামায়াতের নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনা করছিলেন। এরই ধারাবাহিকতায় ঝটিকা মিছিল করেন তারা। মিছিল শেষে তিনজনকে আটক করা হয়। পরে দুপুরের দিকে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৭টায় তফসিল বাতিল ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে শহরের এসবি ফজলুল হক রোডে ঝটিকা মিছিল ও সংক্ষিপ্ত সভা করে দলটি। মাত্র পাঁচ মিনিটের মধ্যে মিছিল ও সমাবেশ শেষে পুলিশের উপস্থিতি টের পেয়ে সটকে পড়েন তারা।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]