17344

03/18/2025 হামাস নেতাদের হত্যা করতে মোশাদকে নেতানিয়াহুর নির্দেশ

হামাস নেতাদের হত্যা করতে মোশাদকে নেতানিয়াহুর নির্দেশ

রাজ টাইমস ডেস্ক :

২৩ নভেম্বর ২০২৩ ০৯:৫৬

ইসরাইলের প্রধানমন্ত্র বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তাদেরকে হত্যা করার জন্য মোশাদকে তিনি নির্দেশ দিয়েছেন। বুধবার রাতে গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে যুদ্ধবিরতি প্রস্তাব সমর্থন করতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।

তিনি হামাসের সাথে চার দিনের (এটি বেড়ে ৯ দিনও হতে পারে) যুদ্ধবিরতির ব্যাপারে বলেন, 'এটি ছিল কঠিন সিদ্ধান্ত, তবে সঠিক সিদ্ধান্ত।'

গাজায় ৭ অক্টোবর থেকে চলা হামলায় এবারই প্রথম বিরতি দেয়া হচ্ছে। প্রাথমিক চুক্তি অনুযায়ী হামাস তাদের হাতে আটক বন্দীদের মধ্য থেকে ৫০ জনকে মুক্তি দেবে। এর বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতি ছাড়াও ইসরাইলের কারাগারে আটক ১৫০ থেকে ৩০০ ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হবে।

এছাড়া গাজায় বিপুল পরিমাণে জ্বালানি এবং অন্যান্য সহায়তা প্রবেশ করার সুযোগ দেয়া হবে। আর বন্দী মুক্তি বাড়তে থাকলে যুদ্ধবিরতির সময়ও বাড়বে।

তবে নেতানিয়াহু আরো বলেন, হামাসকে ধ্বংস করার জন্য তিনি ইসরাইলের নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন, তাদের হত্যা করতে মোশাদকে নির্দেশ দেয়া হয়েছে। গাজার ভেতরে, এমনকি কাতারেও তাদেরকে টার্গেট করা যাবে।

অবশ্য যুদ্ধবিরতির সময় হামাস নেতাদের ওপর গুপ্তহত্যার চেষ্টা চালানো হবে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।

তিনি ইসরাইলিদের আশ্বস্ত করে বলেন, যুদ্ধবিরতি সাময়িক। যুদ্ধবিরতির পরই ইসরাইলি সামরিক বাহিনী গাজা থেকে হামাসকে বিদায় করে ছাড়বেই।

তিনি বলেন, যুদ্ধ অব্যাহত থাকবে, যতক্ষণ না আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারছি। আমাদের লক্ষ্য হলো সকল বন্দীকে দেশে ফিরিয়ে আনা, হামাসকে নির্মূল করা।

সূত্র : জেরুসালেম পোস্ট

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]