17390

05/18/2024 আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়

রাজ টাইমস ডেস্ক :

২৪ নভেম্বর ২০২৩ ২১:৫৪

ফিফা অনুর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। এই ম্যাচে হ্যাট্রিক করেছেন এমন একজন যাকে ভাবা হয় ‘পরবর্তী মেসি’। ভক্তরা তাকে আদর করে ‘লিটল ডেভিল’ ডাকেন। তার আসল নাম ক্লদিও এচেভেরি।

শুক্রবার ইন্দোনেশিয়ার জাকার্তা আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হতে প্রায় আধা ঘণ্টা দেরি হয়। এর আগে বাংলাদেশ সময় বুধবার সকালে ফিফা বিশ্বাকাপ-২০২৬ এর বাছাই পর্বে মারাকানায় ব্রাজিলের জাতীয় ফুটবল দলকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গ্যালারিতে মারামারি ও পুলিশের লাঠিপেটার কারণে সে ম্যাচটিও সাড়ে ৬টার পরিবর্তে ৭টায় শুরু হয়েছিল।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, জাকার্তায় দুই দল যখন ওয়ার্ম আপ করছিল তখন ঝড় বইতে শুরু করে। স্টেডিয়ামের ওপরে ছাদ থাকলেও তা ঢেকে দেওয়া হয়নি। প্রচুর বৃষ্টিপাত হওয়ায় মাঠ খেলার উপযোগী করে তুলতে আধা ঘণ্টা দেরি হয়।

ঝড়ের দিনে ফুটবল পায়েও ঝড় তুলেছেন আর্জেন্টিনার ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ক্লদিও এচেভেরি। খেলা শুরুর বাঁশি বাজার পর মাঠ কাঁপিয়েছেন তিনি। ২৮, ৫১ ও ৭১ মিনিটে গোল করে হ্যাটট্রিক তুলে নেন।

আগামী মঙ্গলবার সেমিফাইনালে জার্মানির বিপক্ষে খেলবে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]