17422

04/21/2025 সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ১৫ জন নিহত

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ১৫ জন নিহত

রাজ টাইমস ডেস্ক :

২৫ নভেম্বর ২০২৩ ২২:২১

সড়ক দুর্ঘটনায় ছয় জেলায় ১৫ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন রাজশাহীতে ট্রাক চাপায় পাঁচজন, চট্টগ্রামে লরি চাপায় তিন শ্রমিক, সাতক্ষীরায় ট্রাক চাপায় ভারতীয় দম্পতি, মুন্সিগঞ্জে নানি ও নাতি, গাজীপুরে পুলিশ কনস্টেবল এবং ফেনীতে দুজন।

রাজশাহীর পুঠিয়ায় সিএনজিকে ট্রাক চাপায় ঘটনাস্থলে একজন এবং হাসপাতালে মারা যান আরো চারজন। রাজশাহী-ঢাকা মহাসড়কের বেলপুকুর এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা হয়। নিহতরা ছিলেন সিএনজি অটোরিকশার যাত্রী ও চালক। পুলিশ জানায় টিসিবির পণ্যবাহী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পাশের দোকানে ঢুকে যায়।

এদিকে, শনিবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিরসরাইয়ের ওয়ারলেস এলাকায় নিয়ন্ত্রণ হারায় একটি লরি। চাপা দেয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা চারজনকে। এতে ঘটনাস্থলেই মারা যান শফিক, আলম ও মাসুক নামের তিন শ্রমিক। লরির চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা হয় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

অন্যদিকে, শনিবার সকালে খুলনা থেকে প্রাইভেটকারে সাতক্ষীরা আসার সময় বিজিবি ক্যাম্পের সামনে একটি তেলবাহী ট্রাক চাপা দেয় প্রাইভেটকারকে। এতে ঘটনাস্থলেই মারা যান ভারতীয় দম্পতি অসীম কুমার ও ছবি বিশ্বাস। তারা ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন। আহত হন প্রাইভেটকার চালক সজীব।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত পৌনে চারটায় গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় পুলিশের টহল পিকআপ ভ্যান উল্টে যায়। এতে কনস্টেবল বিতান বড়ুয়া নিহত হন। আহত হন এসআই মোছাব্বির ও কন্সটেবল আক্কাস উদ্দিন।

এছাড়া, ফেনীর ফুলগাজীতে পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার আরও তিন যাত্রী।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বালুয়াকান্দিতে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নিহত হয়েছেন নানি ও নাতি । শনিবার বিকালে এ দুর্ঘটনা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]