1744

04/11/2025 ভাড়া নিয়ে বাড়ি ‘দখলে’ রেখেছে আ’লীগ নেতা

ভাড়া নিয়ে বাড়ি ‘দখলে’ রেখেছে আ’লীগ নেতা

রাজ টাইমস ডেস্ক

৫ নভেম্বর ২০২০ ০০:৩২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. নূরুল হক ভূঁইয়ার বিরুদ্ধে বাড়ি ভাড়া নিয়ে ২০ বছর ধরে দখল করে রাখার অভিযোগ উঠেছে।

বুধবার সকালে পৌর শহরের রাধানগরের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন বাড়ির মালিক মো. আবুল কালাম চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আখাউড়া পৌর শহরের রাধানগর মৌজার ২৯৩ দাগে বিএস ১৩১০ দাগে খরিদ সূত্রে তিনি সাড়ে ৪ শতক ভূমির মালিক। ক্রয়ের পর আবুল কালাম উক্ত জায়গায় ভিটিপাকা চারচালা টিনের ঘর নির্মাণ করেন। ২০০১ সালের ২৪ জানুয়ারি আখাউড়া পৌরসভার তৎকালীন মেয়র মো. নূরুল হক ভূঁইয়া ভাড়াটিয়া চুক্তি করে মাসিক ১ হাজার ২০০ টাকায় তার বাড়িটি ভাড়া নেন।

আবুল কালাম চৌধুরী বলেন, সাবেক মেয়র নুরুল হক ভূঁইয়া বাড়িতে ভাড়ায় উঠার পর প্রথমদিকে ৫-৬ মাস নিয়মিত ভাড়া পরিশোধ করেন। এরপর তিনি ভাড়া দেয়া বন্ধ করে দেন। দীর্ঘদিন ভাড়া পরিশোধ না করায় ২০০২ সালে ভাড়া আদায় ও বাড়ি ছাড়ার বিষয়ে একটি সালিশ হয়; কিন্তু সালিশের রায় অনুযায়ী সাবেক মেয়র মো. নূরুল হক ভূঁইয়া তার পাওনা বকেয়া ভাড়া পরিশোধন না করে বাড়িতে জোর করে বসবাস করতে থাকেন।

তিনি বলেন, প্রায় ২০ বছর যাবত আমার কোটি টাকা মূল্যের বাড়িটি তিনি জোর করে দখল করে রেখেছেন। বাড়িটি ছাড়ার জন্য বারবার তাকে তাগাদা দিলেও তিনি প্রভাব খাটিয়ে আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। তিনি তার বাড়িটি উদ্ধারে স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হকসহ সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. নূরুল হক ভূঁইয়া যুগান্তরকে বলেন, কালাম চৌধুরীর কাছ থেকে বাড়িটি ভাড়া নিয়েছিলাম সত্য। কিন্তু পরবর্তীতে জায়গাটি সরকারি অর্পিত সম্পত্তি জানার পর আমি জেলা পরিষদ থেকে এ জায়গাটি বন্দোবস্ত (লিজ) এনেছি। লিজমূলে আমি এখন বাড়িতে বসবাস করছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]