17449

11/14/2025 বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

বাংলাদেশে দূতাবাস বন্ধ করল উত্তর কোরিয়া

রাজ টাইমস ডেস্ক :

২৭ নভেম্বর ২০২৩ ০৯:০২

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার জানিয়েছেন, উত্তর কোরিয়া ২০ নভেম্বর বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস বন্ধ করে দিয়েছে।

ওই কর্মকর্তা বলেন, উত্তর কোরিয়া বাংলাদেশকে জানিয়েছে, দেশটি আরও ভালো কার্যক্রমের জন্য তাদের দূতাবাস দিল্লিতে স্থানান্তর করেছে।

তবে ওই কর্মকর্তা মনে করেন, আর্থিক সংকটের কারণে উত্তর কোরিয়া তাদের দূতাবাস স্থানান্তর করেছে। দেশটি নেপাল থেকেও তাদের দূতাবাস স্থানান্তর করেছে।

এর আগে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশকে অবহিত করেন যে, দেশটি ভবিষ্যতে বাংলাদেশে তাদের দূতাবাস পুনরায় চালু করবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]