17452

04/21/2025 নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

নাটোরে দাঁড়িয়ে থাকা ৩ বাসে আগুন

রাজ টাইমস ডেস্ক :

২৭ নভেম্বর ২০২৩ ০৯:১৭

নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সোমবার (২৭ নভেম্বর) ভোর চারটার দিকে বনপাড়া বাজার এলাকার পাটোয়ারী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আযম বিষয়টি নিশ্চিত করেছন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বনপাড়া বাজারে পাটোয়ারী ফিলিং স্টেশনের পাশে দাঁড়িয়ে থাকা জিএম ট্রাভেলসের তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে তিনটি বাসই পুরোপুরি পুড়ে যায়।

ওসি শফিউল আযম বলেন, হরতাল ও অবরোধকারীরা আগুন দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।

বনপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আকরামুল হাসান তুষার ঢাকা মেইলকে বলেন, খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]