17488

05/19/2024 নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

নির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

রাজ টাইমস ডেস্ক :

২৯ নভেম্বর ২০২৩ ১৪:১৩

সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণা ও ৭ই জানুয়ারির ভোটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করা হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে মঙ্গলবার এই আইনজীবী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান। সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পেছানোর সুযোগ রয়েছে উল্লেখ করা হয়েছে লিগ্যাল নোটিশে।

ভোটগ্রহণের ৫২ দিন আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন (ইসি)। গত ১৫ই নভেম্বর ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হবে আগামী ৭ই জানুয়ারি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]