17511

05/18/2024 ৩১৭ রানে অলআউট নিউজিল্যান্ড

৩১৭ রানে অলআউট নিউজিল্যান্ড

রাজ টাইমস ডেস্ক :

৩০ নভেম্বর ২০২৩ ১১:৪৮

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩১৭ রানে অলআউট হলো নিউজিল্যান্ড। ৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করবে বাংলাদেশ।

প্রথম ইনিংসে বাংলাদেশ ৩১০ রানে অলআউট হয়ে যায়। হাতে দুই উইকেট নিয়ে ৪৪ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনে নেমেছিল নিউজিল্যান্ড। তবে আজ নিউজিল্যান্ডকে লিডটা বড় করতে দেননি মুমিনুল হক সৌরভ। ১০১.১ ওভারে কাইল জেমিসনকে লেগ বিফোরের ফাঁদে ফেলার পর একই ওভারের পঞ্চম বলে টিম সাউদিকেও বোল্ড করেন।

নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে সর্বোচ্চ ১০৪ রান করেন কেইন উইলিয়ামসন। এছাড়া গ্লেন ফিলিপস ৪২, ড্যারিল মিচেল ৪১, টিম সাউদি ৩২, কাইল জেমিসন ২৩, টম ল্যাথাম ২১, ডেভন কনওয়ে ১২ এবং হ্যানরি নিকোলস ১৯ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা। এজাজ প্যাটেল ১ রানে অপরাজিত।

এর আগে গতকাল বুধবার একাধিক বার জীবন পাওয়া কিউইদের অভিজ্ঞ ব্যাটার কেন উইলিয়ামসন উইলিয়ামসন শতক তুলে নেন।

এতে তাদের দলীয় সংগ্রহও অনেকটা বাড়ে। দিনের শেষদিকে উইলিয়ামসনকে আউট করতে সফল হয় বাংলাদেশের বোলাররা। দিনের খেলা শেষের ৪ ওভার আগে নতুন বল পেয়ে জ্বলে ওঠেন তাইজুল ইসলাম। ১০৪ রান করা উইলিয়ামসনকে বিদায়ের পর সোধিকেও ফেরান। দিন শেষে ৮৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তাইজুল। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হারিয়ে ২৬৬ রান তুলেছিল নিউজিল্যান্ড।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]