17547

03/16/2025 রাবিতে হরিপুর উপজেলা পরিবারের নতুন নেতৃত্বে নাহিদ-মাইনুল

রাবিতে হরিপুর উপজেলা পরিবারের নতুন নেতৃত্বে নাহিদ-মাইনুল

রাবি প্রতিনিধি:

১ ডিসেম্বর ২০২৩ ২২:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হরিপুর উপজেলা পরিবার ২০২৩-২৪ সালের কার্যনির্বাহী নতুন কমিটি গঠন করা হয়েছে।

এতে অথনীতি বিভাগের শিক্ষার্থী ফয়সাল আহমেদ নাহিদকে সভাপতি ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মো: মাইনুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।

শুক্রবার (১ ডিসেম্বর ) বিকেলে বিশ্ববিদ্যালয় বদ্ধভূমিতে নিরুপমা রাণী রায়ের সঞ্চালনায় সদ্য বিদায়ী কমিটির সভাপতি আবু তালেবের সভাপতিত্বে দিনব্যাপী নবীন বরণ, প্রবীণ বিদায় এবং বার্ষিক বনভোজন অনুষ্ঠান শেষে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আব্দুর রহমান, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি গ্রন্থাগারিক ননি গোপাল রায়, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রভাষক মো: রাজিউর রহমান রানা, হরিপুর উপজেলা পরিবারের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বেলাল হোসেন, মকবুল হোসেন, রুবেল আহমেদ রুসান, ডা: আবু হোসেন, মানিক হোসেন, মো: হাফিজুল ইসলাম।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি- মো: মুনসেফ আলী, বিজয় চন্দ্র, ফরিদ হোসেন, যুগ্ন সম্পাদক- মিজানুর রহমান, শাহ আলম, অনিক আলী, সহ-সাধারণ সম্পাদক- নাজমুল হক, নাইম, সাংগঠনিক সম্পাদক- রকিবুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক- রুমি আক্তার, এসকেমা আক্তার, কোষাধ্যক্ষ- শেখ শাদী, শাহানাজুন নাহার রিমু, শিক্ষা বিষয়ক সম্পাদক- মাহফুজ আলম, জনি আহমেদ, ফিরোজ প্রধান, প্রচার সম্পাদক- কামরুজ্জামান উৎসব, সাম্মী আক্তার, মনোয়ার, সাংস্কৃতিক সম্পাদক- কেয়া মনি, সোহাগ, অন্তর রায়, ক্রিয়া বিষয়ক সম্পাদক- জাফিরুল হাসান মর্মি, সাইয়াদুল মুরসালিন, পরমানন্দ রায়, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- ফুয়াদ আবরার, সাকির হাসান, শামীম।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]