1758

09/17/2024 রাজশাহীতে আদম বেপারীর কারাদণ্ড

রাজশাহীতে আদম বেপারীর কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর ২০২০ ০৪:২৭

রাজশাহীতে খলিলুর রহমান লিটন নামে এক আদম ব্যাপারীকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর ম্যাজিস্ট্রেট উজ্জল মাহমুদ এ রায় দেন। আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। 

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে আসামি খলিলুর রাজশাহীর বাগমারা উপজেলার ঝাড়গ্রাম গ্রামের এটিএম মোকসেদুরসহ ১০-১২ জন ব্যক্তিকে ইরাক, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাঠানো কথা বলে মোট ১১ লাখ টাকা টাকা হাতিয়ে নেন। কিন্তু তিনি বিদেশে পাঠাননি।

পরবর্তীতে প্রতারিত ব্যক্তিরা খলিলুর রহমানের কাছে টাকা ফেরত চাইলে তিনি ভুয়া চেক দেন। এ নিয়ে প্রতারিত একজন মামলা করেন। বাদীপক্ষ আদালতে চারজন সাক্ষী উপস্থাপন করেন। এতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়। তাই আদালত তাকে কারাদণ্ডের আদেশ দেন।

উল্লেখ্য, খলিলুর রহমান লিটন নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার খইশাল গ্রামের মৃত আজিমুদ্দিনের ছেলে। দণ্ডপ্রাপ্ত খলিলুর রহমান পলাতক। তার অনুপস্থিতেই আদালত এ রায় ঘোষণা করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]