17596

04/19/2025 পদ্মার চরে আটকে পড়া ৭ ছাত্র উদ্ধার

পদ্মার চরে আটকে পড়া ৭ ছাত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর ২০২৩ ১৭:৫৩

রাজশাহী পদ্মার চরে আটকে পড়া সাত শিক্ষার্থী উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ নম্বরের ফোনে কল পেয়ে নগরীর মতিহার থানা এবং রাজশাহী নৌ পুলিশ তাদের উদ্ধার করে। গতশনিবার সন্ধ্যার দিকে এঘটনা ঘটে।

জানাগেছে, নীলফামারীর সৈয়দপুর সদর থেকে ট্রেনযোগে রাজশাহী বেড়াতে এসেছিলেন দশম শ্রেণির ৭ শিক্ষর্থী। পরে তারা একটি ট্রলারে করে পদ্মা নদীর খানকার চরে ঘুরতে যায়। এক পর্যায়ে ট্রলার চালক তাদের চরে নামিয়ে দিয়ে চলে যায়। শিক্ষার্থীদের সাথে চালকের কথা ছিল ঘোরাঘুরি শেষে ফোন করলে ট্রলারে করে তাদের নিয়ে যাবে। কয়েকঘণ্টা চরে ঘোরাঘুরি করে ট্রলার চালককে ফোন করলে নানা অজুহাতে ট্রলার চালক আর আসেননি।

এসময় নয়ন নামের এক ছাত্র গতশনিবার বিকেল ৫টায় ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। এমন তথ্যের ভিত্তিতে ৯৯৯ কলটেকার কনস্টেবল সজীব রাজশাহী মতিহার থানায় এবং রাজশাহী নৌ পুলিশ নিয়ন্ত্রণ কক্ষে ঘটনাটি দ্রুত উদ্ধারের ব্যবস্থা নেয়ার জন্য জানালে পুলিশ শিক্ষার্থীদের উদ্ধার করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]