17603

04/21/2025 বগুড়ায় ৪টি আসন: বাদ পড়লেন হিরো আলমসহ ৮জন, স্থগিত ৭

বগুড়ায় ৪টি আসন: বাদ পড়লেন হিরো আলমসহ ৮জন, স্থগিত ৭

রাজ টাইমস ডেস্ক :

৩ ডিসেম্বর ২০২৩ ২১:১৯

বগুড়ায় ৭টি নির্বাচনী আসনের মধ্যে রোববার (৩ ডিসেম্বর) ৪টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছ। এই ৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ৪৮ জন।

এরমধ্যে যাচাই-বাছাইকালে আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমসহ ৮ জনের মনোনয়নপত্র বাতিল ও ৭ জনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।

যাচাই বাছাইয়ের মেয়াদকালে স্থগিত করা প্রার্থীরা তাদের তথ্য সংশোধন করার সুযোগ পাবেন বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম। বাতিল করা অধিকাংশ প্রার্থীই জানিয়েছেন তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ১২জন। তাদের মধ্যে স্বতন্ত্র এক প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি তার মনোনয়নপত্রের সঙ্গে কাস্টমসের মূসক রিটার্ন দাখিল না করায় এবং মূসকের ৭০ হাজার টাকা বকেয়া রাখায় তার প্রার্থিতা স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা।

এছাড়া এই আসনের এনপিপি প্রার্থী ইবনে সাফি বিন হাবীব ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ১০জন। তাদের মধ্যে তৃণমূল বিএনপি প্রার্থী বজলুর রহমানের মনোনয়নপত্র স্থগিত ও ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি) প্রার্থী ইউনুস আলীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

কাস্টমসের মূসক রিটার্ন দাখিল না করায় এবং মূসকের ৪০ হাজার টাকা বকেয়া রাখায় বজলুর রহমানের প্রার্থিতা স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা।

ইউনুস তার মনোনয়নপত্রে নিজেই প্রস্তাবক ও সমর্থক হিসেবে স্বাক্ষর করায় তার মনোনয়ন বাতিল করা হয়।

বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ১৬জন। তাদের মধ্যে ৩জনের মনোনয়নপত্র স্থগিত ও ৫জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। স্বতন্ত্র প্রার্থী প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌস স্বাধীন ফিরোজ, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আফরিনা পারভীন ও জাকের পার্টির গোলাম মোস্তফার মনোনয়নপত্র স্থগিত করা হয়।

এরমধ্যে ফিরোজ ও আফরিনার মনোনয়নপত্রে সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় এবং গোলাম মোস্তফা সম্পদ বিবরণী দাখিল না করায় মনোনয়নপত্র স্থগিত করা হয়।

এছাড়া স্বতন্ত্র ৫ প্রার্থী যথাক্রমে জামিলুর রশিদ তালুকদার, এরশাদুল হক, আদমদীঘি উপজেলা আওয়ামী লীগর যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী, আফজাল হোসেন ও দুপচাঁচিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অজয় কুমার সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

প্রথম ৪ জনের এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গড়মিল থাকায় এবং অজয় কুমার সরকারের ক্রেডিট কার্ডের ঋণ পরিশোধ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন ১০জন। তাদের মধ্যে যাচাই বাছাইকালে দু’জনের মনোনয়ন স্থগিত এবং আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

যে দু’জনর মনোনয়ন স্থগিত করা হয়েছে তারা হলেন- তৃণমূল বিএনপির জালাল উদ্দিন ও এনপিপির মনোয়ার জাহিদ। জালালের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষর না থাকায় এবং জাহিদের মনোনয়নপত্রে প্রস্তাবক ও সমর্থক একই ব্যক্তি হওয়ায় তাদের মনোনয়নপত্র স্থগিত করা হয়।

হিরো আলম দলীয় প্রার্থী হলেও তিনি মনোনয়নপত্রে দলের নাম উল্লেখ করেননি, হলফনামায় তার স্বাক্ষর নেই, এছাড়া দলীয় মনোনয়নের মূল কপি জমা না দিয়ে ফটোকপি জমা দেন। এছাড়া মনোনয়নপত্রের সঙ্গে সম্পদ বিবরণী দাখিল করেননি। এসব কারণে রিটার্নিং অফিসার তার মনোয়নপত্র বাতিল করেন।

হিরো আলম বিষয়টিকে উকিলের (আইনজীবী) ভুল বলে দাবি করে বলেন, রিটার্নিং অফিসার চাইলেই আজ এসব সংশোধন করে নিতে পারতেন। হিরো আলমের মনোয়নপত্র বাতিল হাওয়ায় কিছু আসে যায় না।এর আগেও বাতিল করেছে। হিরো আলম আরও বলেন, আমি ভোটের মাঠে ছিলাম, ভোটের মাঠেই থাকব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]