17615

04/21/2025 জয়পুরহাটে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস

জয়পুরহাটে ১৯ কোটি টাকার মাদক ধ্বংস

রাজ টাইমস ডেস্ক :

৪ ডিসেম্বর ২০২৩ ১৫:৫৭

জয়পুরহাটের সীমান্তে গত ৪ বছর ধরে জব্দ হওয়া ১৯ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মাদ্রকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন সদরের প্রশিক্ষণ মাঠে রোলার দিয়ে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

বিজিবির দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে ও জয়পুরহাট-২০ বিজিবির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ধ্বংসকরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১ লাখ ২৩ হাজার ২১৬ বোতল ফেনসিডিল, লুজ ফেনসিডিল সাড়ে ৩২ লিটার, ইয়াবা ৪৩ হাজার ৪৬৯ পিস, বিভিন্ন নেশাজাতীয় ট্যাবলেট ৭ লাখ ৬৫ হাজার ৮৬৭ পিস, প্রায় ১০ হাজার বোতল মদ, গাঁজা ৩৮৫ কেজি, হেরোইন ৩৯২ গ্রাম, এমকেডিল, ফেয়ারডিল ১৯ হাজার ১০২ বোতল, ইস্কাপ সিরাপ, বিয়ার, কফিডিল, ফেনসিগ্রিপ ও যৌন উত্তেজক সিরাপ সাড়ে ৭ হাজার বোতল ও বিড়ি ৬৬৩ প্যাকেট।

যার আনুমানিক বাজার মূল্য ১৯ কোটি টাকারও বেশি বলে জানিয়েছে বিজিবি। পরে সেগুলো আগুনে পুড়িয়ে ও মাটিতে পুতে ফেলা হয়

এসময় আরও উপস্থিত ছিলেন- বিজিবির রংপুর রিজিয়নের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, দিনাজপুর সেক্টর কমান্ডার কর্ণেল রাশেদ আসগর, জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া, জয়পুরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতী, দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গিয়াস উদ্দীন ও জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবিরসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।

তারা তাদের বক্তব্যে মাদক থেকে মুক্ত থাকতে সরকারের চেষ্টার পাশাপাশি, অভিভাবক, সুশীল সমাজসহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজিনৈতিক নেতাদের সচেতন থাকার আহ্বান জানান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]