17620

04/19/2025 নগরীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নগরীতে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর ২০২৩ ২৩:০০

রাজশাহী নগরীর গোরহাঙ্গা কবরস্থানের উত্তর পাশের ফুটপাতের উপর থেকে সোমবার  সকাল সাড়ে ৭ টায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে শিরোইল পুলিশ ফাঁড়ির সদস্যরা।

নগরীর বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, ওই ব্যক্তির লাশটি গোরহাঙ্গা কবরস্থানের উত্তর পাশের ফুটপাতের উপর পড়ে ছিল। পথচারীরা তা দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ওসি আরো জানান, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত তার মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাশটি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]