17636

09/08/2024  ট্রাকে আগুন দেয়ার ঘটনায় একজন গ্রেফতার 

 ট্রাকে আগুন দেয়ার ঘটনায় একজন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর ২০২৩ ১৫:৩৪

রাজশাহীর পুঠিয়া থেকে নাশকতা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। গ্রেফতারকৃতর নাম মন্টু (৪৮)। তিনি পুঠিয়া উপজেলার তারাপুর (কারিকর পাড়া) এলাকার শুকুর আলীর ছেলে। সোমবার বিকেল সাড়ে ৫ টায় পুঠিয়া মাইপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ এর ১৫ (৩)/২৫-ডি, জিআর নং-২৮৩ এর পুঠিয়া থানার এজাহারভুক্ত পলাতক আসামী মন্টু পুঠিয়ার মাইপাড়া বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যার সদর কোম্পানীর একটি দল ওই বাজারে অভিযান চালায়। এসময় মন্টুকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ২৯ নভেম্বও পুঠিয়া থানার তারাপুর বাজারের কাছে রাজশাহী হতে নাটোরগামী মহাসড়কে ট্রাকে আগুন দিয়ে নাশকতামূলক কর্মকান্ডে অংশ নেয়। পরে পুঠিয়া থানা পুলিশ একটি মামলা দায়ে করে। মামলার পর থেকে মন্টু গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন। আটক মন্টুকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]