05/02/2025 মেহেরপুরে ফুটবলের আঘাতে কলেজ ছাত্রের মৃত্যু
রাজ টাইমস ডেস্ক :
৫ ডিসেম্বর ২০২৩ ১৬:৫৪
মেহেরপুর গাংনীতে ফুটবলের আঘাতে স্বপ্নীল হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জোড়পুকুরিয়া গ্রামের এ ঘটনা ঘটে। স্বপ্নীল হোসেন জোড়পুকুরিয়া গ্রামের সাইরপাড়ার কাওসার আলীর ছেলে ও স্থানীয় তেরাইল-জোড়পুকুরিয়া ডিগ্রী কলেজের প্রথম বর্ষের ছাত্র।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মো. জামিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, স্বপ্নীল দুপুরে বাড়ির পাশে বন্ধুদের নিয়ে ফুটবল খেলছিল। এ সময় অসাবধানতাবশত ফুটবল তার শরীরে আঘাত করলে সে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: জামিরুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, ফুটবলের আঘাতে এক কলেজ ছাত্রের মৃত্যুর খবর পেয়েছি, মৃত্যুর সঠিক কারণ জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।