17655

04/19/2025 দেশ আজ মহাসংকটে নিমজ্জিত- রাজশাহী জামায়াত

দেশ আজ মহাসংকটে নিমজ্জিত- রাজশাহী জামায়াত

রাজ টাইমস

৬ ডিসেম্বর ২০২৩ ১৭:২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহবানে ৬ ও ৭ তারিখের টানা ৪৮ ঘন্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে ১ম দিনে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে সকাল সাড়ে ৮ টায় রাজশাহী বিমানবন্দর মহাসড়কে মিছিল ও পিকেটিং করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ।

জামায়াত নেতৃবৃন্দ এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় বলেন, দেশ আজ মহাসংকটে নিমজ্জিত। ফ্যাসিস্ট হাসিনা আজীবন ক্ষমতায় টিকে থাকতে জনগনের ভোটাধিকার নিয়ে মিথ্যা খেলায় মত্ত হয়েছে। জনগণ ৭ জানুয়ারি'২৪ এর ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল চাই। স্বৈরাচারী সরকারের পাতানো ভোট ডাকাতির নির্বাচন জামায়াতসহ কোন বিরোধীদল হতে দিবে না।নেতৃবৃন্দ অবিলম্বে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত জামায়াতের আমীর ডাঃশফিকুর রহমানসহ সকল বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির জোর দাবী জানান।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]