1768

03/13/2025 পেনসেলভ্যানিয়া হারাতে যাচ্ছেন ট্রাম্প

পেনসেলভ্যানিয়া হারাতে যাচ্ছেন ট্রাম্প

রাজটাইমস ডেস্ক

৭ নভেম্বর ২০২০ ০৩:০৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের আশার বাতি পেনসিলভ্যানিয়া জয় করতে যাচ্ছে দুরন্ত গতিতে চলা বাইডেন।

মার্কিন নির্বাচনের সুইং স্টেটটিতে ভোট গণনার প্রথম দিকে ব্যাপক ভোটে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবাই ধরেই নিয়েছিল এ রাজ্যে ট্রাম্পের জয় নিশ্চিত। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এ রাজ্যে জিতেছিলেন। এবার সেই পেনসিলভ্যানিয়ায়ও জয়ের স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।  

বার্তা সংস্থা এপি সূত্রে জানা যায়, রাজ্যটিতে ৫ হাজার ৫৯৪ ভোটে এগিয়ে আছে বাইডেন। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টার পর্যন্ত গণনার হিসেবে বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৯৫ হাজার ৩১৯ ভোট।  আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ৭২৫ ভোট। ওই রাজ্যে আর মাত্র দুই ভাগ ভোট গণনার বাকি রয়েছে। 

রাজ্যটিতে ক্রমাগত লিড কমছে ট্রাম্পের। তবে এর আগ পর্যন্ত ১৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তিনি। সময় যত গড়িয়েছে ট্রাম্পের ব্যবধান তত কমেছে। এগিয়ে থাকা ট্রাম্পের ব্যবধান কমতে কমতে এবার বাইডেন এগিয়ে গেলেন। 

সুইং স্টেট জর্জিয়াতেও বেহাল দশায় ট্রাম্প। তিনি ট্রাম্পের চেয়ে সেখানে ১ হাজার ৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। ওই রাজ্যে মাত্র ১ ভাগ ভোট গণনার বাকি রয়েছে। তবে নর্থ

তবে আলাস্কা ও ক্যারোলিনায় নিশ্চিত জয়ের পথে ট্রাম্প। আলাস্কায় ৫৪ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। আর নর্থ ক্যারোলাইনায় ৭৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি।  ওই দুই রাজ্যে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত।

প্রসঙ্গত, দেশটির ক্ষমতার মসনদে বসতে একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে।  বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন।

  • এসএইচ
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]