04/19/2025 অবরোধের সমর্থনে জামায়াতের মিছিল
নিজস্ব প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৩ ১৮:০০
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আহবানে দুই দিনের টানা ৪৮ ঘন্টা রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে দুপুর ১ টায় রাজশাহী সিটি বাইপাস (নতুন বিসিক) মহাসড়কে মিছিল ও পিকেটিং করা হয়। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতায় জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ বলেন, দেশে আজ একদলীয় বাকশালের রাজত্ব কায়েম রয়েছে। বাকশালী ফ্যাসিস্ট হাসিনা যেভাবে যাকে বা যে দলকে জাতীয় সংসদে নিবেন সেই ব্যক্তি বা দল সংসদে প্রতিনিধিত্ব করবেন। জনগণ এই বাকশালি গনতন্ত্র চায় না। আগামী ৭ জানুয়ারির ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল চেয়ে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী সরকারের পাতানো নির্বাচনে যারা অংশ নিবেন বা সহযোগী করবেন তারা জাতীয় শত্রুতে পরিণত হবেন। নেতৃবৃন্দ অবিলম্বে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত জামায়াতের আমীর ও জননন্দিত নেতা ডাঃ শফিকুর রহমানসহ সকল বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির জোর দাবী করেন।