17682

04/21/2025 বাঘায় যুবকের আত্মহত্যা

বাঘায় যুবকের আত্মহত্যা

রাজ টাইমস

৭ ডিসেম্বর ২০২৩ ১৮:১৪

রাজশাহীর বাঘায় তাবলিক জামাতে যাওয়ার অনুমতি না দেওয়ায় পিতার উপর অভিমান করে সাব্বির হোসেন (১৭) নামের এক যুবক আত্মহত্যা করেছে।  বৃহস্পতিবার সকালে নিজ ঘরের তীরের সাথে ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে। সাব্বির হোসেন পানকুড়ার মালিয়ানদহ গ্রামের হেজবুল্লা ওরফে আবদুল্লার ছেলে।
জানা যায়, বুধবার রাতের খাবার পিতার সাথে খায়। এ সময় সাব্বির হোসেন রাজশাহীতে তাবলিক জামাতে যাওয়ার জন্য পিতার কাছে অনুমতি চেয়ে টাকা চায়। পিতা অনুমতি ও টাকা না দেওয়ায় অভিমান করে নিজ ঘরের তীরের সাথে কাপড় পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ বিষয়ে পিতা হেজবুল্লা ওরফে আবদুল্লা বলেন, আমার ছেলে জোতকাদিরপুর উচ্চ বিদ্যালয় থেকে গত এসএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়। সামনে পরীক্ষার ভালভাবে প্রস্তুতি নেওয়ার জন্য বাড়ি থেকে কথাও না যাওয়ার জন্য বলা হয়। কিন্তু সে তারপরও তাবলিক জামাতে যেতে চায়। এ নিয়ে আমার সাথে মত প্রার্থক্য দেখা দেয়। পরে পুলিশকে খবর খবর দেওয়া হলে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]