17684

04/23/2025 বিদেশি পর্যবেক্ষক নিবন্ধন করেছেন ১৩১ জন

বিদেশি পর্যবেক্ষক নিবন্ধন করেছেন ১৩১ জন

রাজ টাইমস ডেস্ক :

৭ ডিসেম্বর ২০২৩ ২১:৫৭

বিদেশি পর্যবেক্ষক হিসেবে এপর্যন্ত ১৩১ জন নির্বাচন কমিশনে নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম।

এ ছাড়া বিদেশি সাংবাদিক নিবন্ধন করেছেন ৪৮ জন। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ইসি সচিব সাংবাদিকদের এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

বিদেশি পর্যবেক্ষকের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, 'মোট ১৭৯ জন পর্যবেক্ষক রেজিস্ট্রেশন করেছেন। এদের মধ্যে বিদেশি পর্যবেক্ষক হলেন ১৩১ জন। আর সাংবাদিক হিসেবে ৪৮ জন রেজিস্ট্রেশন করেছেন।

বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে সবচেয়ে বেশি ১১ জন আবেদন করেছেন আফ্রিকান ইলেকটোরাল অ্যালায়েন্স (এইএ) থেকে। তাঁরা সবাই উগান্ডার নাগরিক। আর সাংবাদিকদের মধ্যে সবচেয়ে বেশি ১২ জন আবেদন করেছেন ফ্রান্স-ভিত্তিক সংবাদ সংস্থা এএফপি থেকে।

বিদেশি পর্যবেক্ষকদের ইসিতে আবেদন দেওয়ার বাড়তি সময় অনুযায়ী বৃহস্পতিবারই ছিল শেষ দিন। আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাদের অনুমোদন দেওয়ার কথা রয়েছে ইসির।

এর আগে, ২১ নভেম্বর আবেদন দেওয়ার শেষ দিন ছিল। পর্যবেক্ষক কম হওয়ায় এই মেয়াদ ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়।

২১ নভেম্বর পর্যন্ত, নির্বাচন পর্যবেক্ষণের জন্য মাত্র ২৫ জন বিদেশি ইসিতে আবেদন করেন। এ ছাড়া, নির্বাচনের খবর সংগ্রহে বিদেশি সংবাদমাধ্যম থেকে আবেদন করেন ১৯ জন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]