03/14/2025 জর্জিয়া ও অ্যারিজোনা জয়ের পথে বাইডেন
রাজটাইমস ডেস্ক
৭ নভেম্বর ২০২০ ০৪:২৮
রিপাবলিকানদের আস্তানা জর্জিয়া ও অ্যারিজোনাও কবজায় আসছে ডেমোক্র্যাটদের। এই দুটি রাজ্যে প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে ট্রাম্প শিবিরের জন্য। তবে এবারের ভোটের গণনা এখনো শেষ হয়নি।
বিবিসি সূত্রে জানা গেছে, দু'জন আমেরিকান বীরের সমালোচনাই ট্রাম্পের এমন করুণ পরিণতি নিয়ে আসল। সম্প্রতি অ্যারিজোনার প্রয়াত সিনেটর জন ম্যাকেইনকে আক্রমণ করে বক্তব্য দিয়েছেন তিনি।
এদিকে জর্জিয়ায়ও পরাজয়ের বাঁশি বাজছে ট্রাম্পের জন্য। রাজ্যটির ক্লেটন কাউন্টির ভোটেও পিছিয়ে আছেন তিনি। এই কাউন্টি মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ও কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের প্রতীক জন লুইসের জন্মভূমি। তাকে ও উদ্দেশ্য করে কটুক্তি করেন তিনি।
প্রসঙ্গত, মার্কিন ক্ষমতার বসনদে বসার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন।