17717

04/21/2025 আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে

আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রিতে

রাজটাইমস ডেস্ক: 

৯ ডিসেম্বর ২০২৩ ১১:৩৭

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে গত কয়েকদিন সারা দেশে আকাশ ছিল মেঘাচ্ছন্ন; সঙ্গে ছিল কমবেশি বৃষ্টি। আর এর জের ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীত অনুভূত হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শীত আরও বাড়তে পারে। আগামী কয়েক দিনের মধ্যেই দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গতবছরের নভেম্বর মাসের চেয়ে এ বছরের নভেম্বর মাস অনেকটা উষ্ণ ছিল। যার কারণে শীত অনুভব হয়নি। ডিসেম্বর মাসেও তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা উষ্ণ থাকায় আগে যেমন শীত অনুভূত হয়েছে এবার সেটা হচ্ছে না।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ডিসেম্বরের শুরুতেই শীত নামার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের কারণে তা দেরি হয়েছে। মেঘ কেটে গেলে দু-একদিনের মধ্যেই তাপমাত্রা কমে যাবে ১ থেকে ৩ ডিগ্রি। এ ছাড়া ভোরের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ারও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]