17730

03/15/2025 মার্কিন নিষেধাজ্ঞার যৌক্তিক কোনো কারণ নেই: ওবায়দুল কাদের

মার্কিন নিষেধাজ্ঞার যৌক্তিক কোনো কারণ নেই: ওবায়দুল কাদের

রাজটাইমস ডেস্ক:

৯ ডিসেম্বর ২০২৩ ১৪:৫৪

বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আসার যৌক্তিক কোনো কারণ নেই, বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যারা নির্বাচন বানচালের চেষ্টা অব্যাহত রেখেছে, তাদের ওপর নিষেধাজ্ঞা দেয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, মানবাধিকার দিবস উপলক্ষে কর্মসূচির নামে সারাদেশে আবারও নাশকতার পরিকল্পনা করছে বিএনপি। ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

শনিবার (৯ ডিসেম্বর) সমসাময়িক নানা বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচনকে ঘিরে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলার অভিযোগ করেন তিনি, জানা এসবে বিচলিত নয় আওয়ামী লীগ অভিযোগ করেন, বাংলাদেশে দুর্ভিক্ষ সৃষ্টির পরিকল্পনা হতে পারে। এসব কিছু মোকাবিলা করার মানসিক শক্তি আওয়ামী লীগের রয়েছে বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের সবাইকে আশ্বস্ত করে বলেন, আগামী সংসদ নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। যারা এ নির্বাচন বানচাল করতে চান তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার কথা বলার পাশাপাশি সবাইকে সজাগ থাকার আহবানও জানান তিনি ।

যারা মানবাধিকার নিয়ে কথা বলেন, তাদের অনেকেই স্বৈরশাসকদের তাবেদারি করেছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]