17744

04/21/2025 ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি চলাচল বন্ধ

রাজটাইমস ডেস্ক:

১০ ডিসেম্বর ২০২৩ ০৯:৩২

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঘন কুয়াশার কারণে গত ৯ ডিসেম্বর দিবাগত-রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (১০ ডিসেম্বর) সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়নি বলে জানা গেছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, শনিবার (৯ ডিসেম্বর) রাত আটটার পর থেকে কুয়াশা পড়তে শুরু করে, রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি হতে থাকে।

রাত ১টার দিকে কুয়াশার কারণে নদীর ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না তাই যে কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করা হয়।

এ ছাড়া কুয়াশায় মাঝ নদীতে ৩টি ফেরি আটকা রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে স্বাভাবিক হয়ে গেলেই ফেরি চলাচল স্বাভাবিক হবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]