1777

03/14/2025 ২৩ দেশে নিষেধাজ্ঞা পুর্নবহাল রেখেছে মালয়েশিয়া

২৩ দেশে নিষেধাজ্ঞা পুর্নবহাল রেখেছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

৮ নভেম্বর ২০২০ ০০:২৪

দেশের মালয়েশিয়া প্রবাসীদের জন্য দুঃসংবাদ। বিদ্যমান মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতিতে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের মালয়েশিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা এখনো বহাল রেখেছে দেশটির কর্তৃপক্ষ।

শনিবার (০৭ নভেম্বর) এমন সিদ্ধান্তের বিষয় জানায় ঢাকাস্থ মালয় হাইকমিশন।

এমন সিদ্ধান্তের বিষয়ে দেশটির পক্ষ থেকে বলা হয় বাংলাদেশসহ ২৩টি দেশে করোনা ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি, সেসব দেশের নাগরিকদের মালয়েশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে বিশেষ কোনো কেসের ক্ষেত্রে অথবা জরুরি প্রয়োজেনে মালয়েশিয়ার ইমিগ্রেশনের অনুমতি নিয়ে সে দেশে প্রবেশ করা যেতে পারে। আর যেসব কর্মীর ভিসার মেয়াদ ফুরিয়েছে, ভিসা কার্যক্রম পুনরায় চালু হলে মালয়েশিয়া কর্তৃপক্ষের নিকট কোম্পানি অনুরোধ করতে পারে।

বর্তমানে দেশটির নিষেধাজ্ঞা আওতায় থাকা দেশগুলো হল বাংলাদেশ, ভারত, পেরু, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ইরান, পাকিস্তান, তুরস্ক, জার্মানি, ইরাক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া।  

এছাড়া নিষেধাজ্ঞা আওতায় থাকা দেশগুলো থেকে কোনো মালয়েশিয়ান নাগরিক নিজ দেশে ফেরেন তবে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে।

প্রসঙ্গত, এর আগে মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় মালয়েশিয়া সরকার বিদেশি নাগরিকদের প্রবেশে কড়াকড়িতে রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আরএমসিও জারি করে। আরএমসিওর মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]