17802

04/21/2025 রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রাজ টাইমস ডেস্ক :

১১ ডিসেম্বর ২০২৩ ২১:৩৫

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মনিরুল ইসলাম নামে বিএনপি’র এক নেতার মৃত্যু হয়েছে। সোমবার সকালে তিনি মারা গেছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়ে তিনি মারা গেছেন। বিস্ফোরক মামলার আসামি হিসেবে তিনি কারাগারে আটক ছিলেন।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। মনিরুল ইসলাম (৫১) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট রেলস্টেশন এলাকার মৃত আবেদ আলীর ছেলে। তিনি কাকনহাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক ছিলেন।

গত ৭ই নভেম্বর বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায় পুলিশ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও কেন্দ্রীয় কারাগারের দেয়া তথ্য মতে, সোমবার সকালে কারাগারের বাথরুমে গোসল করতে গিয়ে পা পিছলে পড়ে যান মনিরুল। পরে তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কারা কর্তৃপক্ষ।

বেলা ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন বলেন, কারা কর্তৃপক্ষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তদন্তের দাবি করছি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]