17830

03/16/2025 রাজশাহীতে নৃবিজ্ঞান বিষয়ক প্রকল্প 'এন্থ্ররুটস' অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর

রাজশাহীতে নৃবিজ্ঞান বিষয়ক প্রকল্প 'এন্থ্ররুটস' অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

১২ ডিসেম্বর ২০২৩ ১৪:০৫

মার্কিন যুক্তরাষ্ট্রের নৃবিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান ইন্সটিউট অব এপ্লাইড এন্থ্রপলজি কর্তৃক পেল্টো ইন্টারন্যাশনাল এওয়ার্ড ২০২৩ এর আওতায় পরিচালিত ফলিত নৃবিজ্ঞান বিষয়ক প্রকল্প 'এন্থ্ররুটস' অনুষ্ঠিত হবে আগামীকাল ১৩ ডিসেম্বর।

কার্যক্রমটি সকাল ৯টায় রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, বাংলাদেশে স্কুল ও কলেজ পর্যায়ে নৃবিজ্ঞানের জ্ঞান ও মূল্যবোধ প্রচারের মাধ্যমে একটি জ্ঞান নির্ভর, পরমতসহিষ্ণু প্রজন্ম গঠনে সক্রিয় সহযোগিতার লক্ষ্যে কাজ করছে প্রকল্পটি। অনুষ্ঠানটিতে রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ৩২৭জন শিক্ষার্থী, ১০জন শিক্ষক ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৫জন শিক্ষার্থী এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন ।

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পেল্টো ইন্টারন্যাশনাল ২০২৩ পদকপ্রাপ্ত নৃবিজ্ঞানী অধ্যাপক একেএম মাজহারুল ইসলাম, বিশিষ্ট লেখক ও মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মামুন হুসাইন, ভিসকম এর প্রধান নির্বাহী মারুফ কবির, কলেজের অধ্যক্ষ লে কর্নেল রেজাউল করিম, রাজশাহী অঞ্চলের অতিরিক্ত ডিআইজি বিজয় বসাক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক লিটন হুসাইন ও মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত থাকবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]