04/04/2025 নগরীতে ৯৬ কেজি গাঁজা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩ ২৩:১২
রাজশাহী মহানগরী’র রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগান থেকে ৯৬ কেজি গাঁজা উদ্ধার করেছে মতিহার থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ৫-৬ ব্যক্তি কভার্ড ভ্যান থেকে গাঁজা নামিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলাবাগানের ভিতরে রাখছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের ঐ টিম রাত সোয়া ১ টার দিকে মতিহার থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন কলা বাগানে পৌঁছালে অজ্ঞাতনামা ৫-৬ ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে আসামিদের ফেলে যাওয়া ৯৬ কেজি গাঁজা উদ্ধার হয়।